বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় সাড়া ফেলেছে ১২ মণের লালসালু (ভিডিওসহ)

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ১২ মণ ওজনের একটি বিশাল ষাঁড় । ষাঁড়টি দেখতে লাল রঙের হওয়ায় মালিক শখ করে এর নাম দিয়েছেন লালসালু। ষাঁড়টির মালিক উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের শিপার আহমদ ও কয়েস আহমদ। দুই ভাই মিলে সাড়ে তিন বছর ধরে দেশি জাতের এই এই ষাঁড়টি লালন পালন করেছেন। ইতিমধ্যে এলাকার লোকজন ষাঁড়টি দেখতে প্রতিদিনই তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন। এটিই উত্তর শাহবাজপুর ইউনিয়নের সবচেয়ে বড় ষাঁড় বলে দাবি করছেন তারা। ষাড়টির মালিক কয়েস আহমদ এর মূল্য হাকিয়েছেন আড়াই লক্ষ টাকা।

সরেজমিনে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় একটি বদ্ধ করে ষাঁড়টি কাঁচা ঘাস খাচ্ছে। ষাঁড়টিকে দেখতে আশপাশের এলাকার মানুষজন ভিড় করছেন৷ বিশাল আকৃতির ষাঁড়টি সম্পুর্ন প্রাকৃতিক ভাবে লালন পালন করে বড় করা হয়েছে৷

ষাঁড়টির মালিক শিপার আহমদ জানান, ‘দীর্ঘ তিন বছর থেকে পরম যত্নে নিজের সন্তানের মতো তিনি তার প্রিয় ‘লালসালু’কে বড় করেছেন। কখনও একটি বেতের বাড়িও দেননি৷ কাঁচা ঘাস, ভুসি,খড় ও চাল সিদ্ধ, মটর খাইয়ে এটিকে মোটাতাজা করা হয়েছে। কোনরকম ইনজেকশন এর শরীরে পুশ করা হয়নি৷ আসন্ন ঈদে আড়াই লক্ষ টাকা পেলে তিনি ষাঁড়টি বিক্রি করে দিবেন।

জানা যায়, নিজেদের একটি দেশি প্রজাতির গাভী ছিলো। সেই গাভীটির গর্ভেই জন্ম নেয় এ ষাঁড় বাছুরটি। এরপর দীর্ঘ সাড়ে তিন বছর যাবৎ পরম যত্নে এটিকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস, খড়, ভুসি ও চাল সিদ্ধ মটরসহ বিভিন্ন ধরণের খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে। কোনরকম ইনজেকশন বা মোটাতাজাকরণের ঔষধ এই ষাঁড়ে প্রয়োগ করা হয়নি। সম্পুর্ণ প্রাকৃতিক ভাবেই ষাড়টি মোটাতাজা করা হয়েছে। ষাড়টির দৈনিক খাদ্যের খরচ ৩০০ টাকা। এখন পর্যন্ত ষাঁড়টির পেছনে ৬৫ হাজার টাকা খরচ করা হয়েছে। ষাঁড়টিকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। বেশি গরম পড়লে ২৪ ঘণ্টাই চালাতে হয় বৈদ্যুতিক পাখা। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ষাঁড়টি দৈর্ঘ্যে প্রায় ৮ ফুট।

বিশাল আকারের ষাঁড়টি ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। প্রতিদিনই এলাকার মানুষজন ষাঁড়টিকে দেখতে ভিড় জমাচ্ছেন। করোনার কারনে পশুর হাটে ষাঁড়টিকে তুলতে চাইছেন না এর মালিক। বাড়িতে রেখেই ক্রেতা পেলে বিক্রি করতে ইচ্ছুক তারা। দাম আড়াইলক্ষ চাইলেও আলোচনা সাপেক্ষে ষাড়টি বিক্রি করে দিবেন বলে জানান এর মালিক শিপার আহমদ। এই ঈদে যারা দেশি জাতের ষাঁড় কিনতে চাইছেন বা ঘরের ষাঁড় কিনতে চাইছেন তারা এই ষাঁড়টি দেখতে পারেন বলে জানান প্রতিবেশী ও পশু বিশেষজ্ঞরা।

বিশ্বজিৎ কুমার পাল নামের এক প্রতিবেশী জানান, ‘ ষাঁড়টি তার পাশের বাড়ির। এটি ছোট থেকে ঘাস, ভুসি ইত্যাদি খাইয়ে বড় করা হয়েছে৷ কখনও এটিকে মোটাতাজা করণের ইনজেকশন দেওয়া হয়নি।এটি যে কেউ কিনতে পারেন। ‘

উত্তর শাহবাজপুর ইউনিয়নের এআই টেকনিশিয়ান রিপন ঘোষ জানান, এই ষাঁড়টি সম্পুর্ণ প্রাকৃতিক ভাবে মোটাতাজা করা হয়েছে। ক্রেতারা নিসন্দেহে ষাঁড়টি কোরবানির জন্য কিনতে পারেন৷’

Back to top button