মৌলভীবাজারে করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪
নিউজ ডেস্ক- মৌলভীবাজার করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে । একদিনে জেলায় নতুন ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছেন।
শনিবার (১০ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়। গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষায় এই ৫৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৭ দশমিক ৪ শতাংশ।
এদিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রনচাপ গ্রামে আব্দুর রহমান নামে এক ব্যাক্তি মারা গেছেন ও মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ের পতন গ্রামের মোঃ মসুদুর রহমান (৬০) করোনা পজেটিভ হয়ে শুক্রবার রাত ১টায় সিলেটের নুরজাহান প্রাইভেট হাসপাতালে মৃত্যু বরণ করেন। জেলায় এ পর্যন্ত মোট ৩৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই জন।
নতুন আক্রান্ত ৫৪ রোগীর মধ্যে রাজনগরের ৫ জন, কুলাউড়ায় ২০ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২২ জন।