বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিধিনিষেধের অষ্টম দিনে বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা, স্বাভাবিক রয়েছে সিএনজি চালিত অটোরিক্সার চলাচল

জুনিয়র প্রতিবেদক- সরকার ঘোষিত কঠোর লকডাউনের অষ্টম দিনে বিয়ানীবাজার বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। বৃদ্ধি পেয়েছে সিএনজি চালিত অটোরিক্সার চলাচল।

সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহরে ঘুরে দেখা যায় লকডাউন থাকা সত্ত্বেও পৌরশহর হয়ে উঠেছে এখন ব্যাস্ততম শহর৷ নানা অজুহাতে মানুষ আসছেন বাহিরে।

আইনশৃঙ্খলাবাহিনী ও বিজিবির একাধিক টিম কাজ করছে মাঠে। তারপরও নিয়ন্ত্রণে নেই মানুষের চলাচল। অবাদে চলাচল করছেন প্রত্যেকেই।

কথা হয় পথযাত্রী সাব্বির আহমেদের সাথে। বাহিরে আসার কারণ হিসেবে তিনি বলেন সবাইতো বের হচ্ছে। আমার ছোট খাটো কিছু কাজ আছে তাই বের হয়েছি। এমনই কারণ দেখিয়ে এখন ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ পুরো উপজেলা জুড়ে।

করোনাভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে পুরো সিলেটে তখন বিয়ানীবাজারের মানুষের বিধিনিষেধ না প্রবণতা চরম আকারে পৌছেছে। এমতাবস্তায় সাধারণ মানুষকে যদি ঘরমুখি না করা যায় তাহলে বিয়ানীবাজারের পরিণতি হতে পারে ভয়াবহ বলছেন স্বাস্থ্যবিধরা। সচেতন মহল বলছেন প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন

Back to top button