মৌলভীবাজার

মেয়াদোত্তীর্ণ কৌটায় হচ্ছে করোনার নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক- নানা অনিইয়ম যেন এখন নিত্য দিনের সঙ্গী। মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের মনে বিরাজ করছে তীব্র ক্ষোভ কেননা সেখানে ম্যাদোত্তীর্ণ কৌটায় করোনা পরিক্ষার নমুনা সংগ্রহ হচ্ছে

দেখা যায় উক্ত ২৫০ শয্যার সদর হাসপাতালে করোনা পরিক্ষা করাতে আসা মানুষের হাতে যে কৌটা দেওয়া হয় তার মেয়াদ শেষ হয়েছে গত জুন মাসে।

কৌটার মেয়াদোত্তীর্ণ হয়েছে এটা সাধারণ মানুষ যাতে না বুঝে এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ কৌশলে তারিখের জায়গাটুকু ছিঁড়ে ফেলেন। আবার কোনোটা মুছেও দিয়েছেন। এটা দেখে দূরদূরান্ত থেকে নমুনা দিতে আসা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করে। জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে হতবাক নমুনা পরীক্ষা করাতে আসা জেলার সাধারণ মানুষ।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, মেয়াদোত্তীর্ণ কৌটা ব্যবহার করার কোনো সুযোগ নেই। এ রকম হয়ে থাকলে খুবই দুঃখজনক।

Back to top button