মৌলভীবাজার

কমলগঞ্জে শতাধিক গাছের চারা কেটে ফেলল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নছরতপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশান সংলগ্ন মালিকানা জায়গায় রোপনকৃত শতাধিক গাছের চারা কেটে ফেলছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জুলাই) এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরতপুর গ্রামের মৃত অকিল মালাকারের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় একটি মহলের সাথে বিরোধ রয়েছে। এই শ্মশানঘাট দিয়ে ওই মহলটি একটি রাস্তা করতে চায় এবং বিভিন্ন সময় শ্মশানের বেড়া উপড়ে দেয়। বুধবার রাত ১টার দিকে কে বা কারা শ্মশান সংলগ্ন জায়গার পাশে নছরতপুর গ্রামের ইন্দ্রজিত মালাকারের মালিকাধীন জায়গায় রোপিত শতাধিক বনজ গাছের চারা কেটে ফেলে। এতে ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবর পেয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনসার শোকরানা মান্না ওই জায়গা সরেজমিন পরিদর্শন করেন।

এ ঘটনায় ইন্দ্রজিত মালাকার বাদী হয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Back to top button