বিয়ানীবাজার সংবাদ

৭ম দিনে ঢিলেঢালা লকডাউন, অভিযানের মধ্যেও থামানো যাচ্ছে না মানুষকে

জুনিয়র প্রতিবেদকঃ লকডাউনের সপ্তম দিনে বিয়ানীবাজার উপজেলা জুড়ে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল এখন অনেকটা স্বাভাবিক। প্রশাসন থাকার পরও বিয়ানীবাজার হয়ে উঠেছে এখন অনেকটা ব্যস্ত।

সিলেটসহ সারা দেশে করোনার ভয়াবহ আকার ধারণ করেছে, যেখানে সরকার বাধ্য হয়ে কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বৃদ্ধি করেছে ১৪ জুলাই পর্যন্ত ঠিক সেই মুহুর্তে বিয়ানীবাজারে মানুষ ঘরে অবস্থান করতে ভীষণ অমনোযোগী৷

সরেজমিনে বিয়ানীবাজার উপজেলা ঘুরে দেখা যায় পৌরশহরসহ আশপাশের এলাকা গুলোতে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। জেলার আভ্যন্তরীণ কিংবা দূর পাল্লার বাস বন্ধ থাকলেও সিএনজি চালিত অটোরিক্সার চলাচল বৃদ্ধি পেয়েছে।

কঠোর লকডাউনের প্রথম ২/১ দিন সাধারণ মানুষ ঘরমুখি থাকলেও ৭ম দিনে পুরো বিয়ানীবাজারের চিত্র ভিন্ন। গুটিকয়েক মানুষ জরুরি প্রয়োজনে বের হলেও অনেক মানুষ প্রয়োজন ছাড়াই বের হয়েছেন। ভ্রাম্যমান আদালত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

পৌরশহর ঘুরে দেখা যায় সাধারণ মানুষকে ঘরে রাখতে কাজ করছে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে প্রশাসন। কলেজ রোডের মোরে চেকপোস্টে অবস্থান করছেন বিজিবি সদস্যবৃন্দ। কাজ করছে বিয়ানীবাজার থানা পুলিশ অব্যাহত রয়েছে সেনাবাহিনীর টহল। তারপরও যেন ছুটে চলা মানুষকে যেন আটকানো যাচ্ছে না৷

প্রশাসন দেখলেই যেন সাধারণ মানুষ লুকোচুরি খেলায় মেতে উঠে। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম৷ পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীক নুর এবং বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুন নুর

ভয়াবহ এমন পরিস্থিতিতে যদি সাধারণ মানুষ ঘরে অবস্থান না করে তাহলে পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও বিপদজনক অভিমত স্বাস্থ্যবিধদের

Back to top button