মৌলভীবাজারবড়লেখা

বড়লেখায় প্রবাসীদের কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ও ভ্রাম্যমান নিবন্ধন সেবা সাড়া ফেলেছে

সুলতান আহমদ খলিল, বড়লেখাঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সেবা কার্যক্রম আরও নিরাপদ ও সহজতর করার লক্ষ্যে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সেবা চালু উদ্বোধন করা হয়েছে।

জানাযায় উপজেলার সেবা চালুর দ্বিতীয় দিনে বড়লেখা পৌরসভায়-২৯ টি, বর্ণি ইউনিয়নে- ৪৬ টি, দাসেরবাজার ইউনিয়নে-১২টি, নিজবাহাদুর ইউনিয়নে-৬১ টি, উত্তর শাহবাজপুর-ইউনিয়নে-২৫ টি, দক্ষিন শাহবাজপুর ইউনিয়নে-৪৬ টি, বড়লেখা সদর ইউনিয়নে-১৯ টি, তালিমপুর ইউনিয়নে-৪৮টি, দক্ষিনভাগ (উত্তর) ইউনিয়নে-৫৫টি, সুজানগর ইউনিয়নে-২৯ টি,দক্ষিনভাগ (দক্ষিন) ইউনিয়নে ২৯টি সহ মোট নিবন্ধন করা হয়েছে ৩৯৯ জন প্রবাসীকে।

উল্লেখ্য, গত ৪ জুলাই রবিবার দুপুর ১২ টায়ভমৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর একান্ত প্রচেষ্টায় প্রবাসীদের কষ্ট লাগবে উপজেলার প্রতি ইউনিয়ন পরিষদে এবং একটি ভ্রাম্যমাণ মাইক্রোবাসে করে ৩জন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, প্রয়োজনীয় সংখ্যক ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ করে বাংলাদেশে এই প্রথম বারের মতো বড়লেখায় শুরু হলো ভ্রাম্যমাণ কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সেবা উদ্বোধন করা হয়েছিল।

Back to top button