বিয়ানীবাজার পৌর শহরে সবজি বাজারে উপেক্ষিত স্বাস্থ্য বিধি, নেই প্রশাসনের তদারকি

মহসিন রনিঃ সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধি নিশ্চিতে বিয়ানীবাজার পৌর শহরের কিচেন মার্কেট থেকে সবজি ও মাছ বাজার স্থানান্তর করে পিএইচজি মাঠে নিয়ে আসা হলেও স্বাস্থ্য বিধি মানছেন না বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা। খোলা মাঠে যে কারনে পৌরসভা বাজার নিয়ে এসেছে সেই বিষয়টি প্রাধান্য পাচ্ছে না বাজারে আসা ক্রেতা-বিক্রেতার মধ্যে।
এদিকে পৌর শহরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও সবজি ও মাছ বাজারে এমন উদাসীনতা নতুন করে ভাবাচ্ছে এই অঞ্চলের মানুষদের।
সরেজমিনে বিয়ানীবাজার পিএইচজি মাঠে দেখা যায়, বেশিরভাগ ব্যবসায়ীদের মাস্ক নেই এ ছাড়াও স্বাস্থ্যবিধি মানতে নারাজ অনেকেই। মাস্কের বিষয়ে জিজ্ঞেস করলে নানা অজুহাতে বাহানা দেখিয়ে বসেন তারা। বাজারে আসা ক্রেতাদের মধ্যে বৃহৎ একটি অংশের মুখে নেই মাস্ক।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি। সকলের উচিত নিজে থেকে সচেতন থাকা আমরা এ বিষয়টি দেখছি।