খোলা জানালা

“সিলেটে আইসিইউতে কোন বেড নাই, বিয়ানীবাজার কোভিড পরিস্থিতি খুব একটা ভালো না”

ডাঃ শিব্বির আহমদঃ সিলেটে আইসিইউ তে কোন বেড নাই। 2 জন রোগীর জন্য অনেক কষ্টে ও পাই নাই। বিয়ানীবাজার কোভিড পরিস্থিতি খুব একটা ভালো না। অক্সিজেন ম্যানেজ করতে কষ্ট পুহাতে হচ্ছে বিয়ানীবাজারে ও।গত কয়েক দিনে অনেক কভিড সাসপেক্ট রোগী পেলাম। দুই জন সাথে সাথে মারাই গেলেন।

চেম্বার এখনো অনেক রোগী আসতেছেন খুব প্রয়োজন এ,আবার না আসলে পারেন এমন অনেক আসতেছেন।
অনুরোধ রইল অতি প্রয়োজন ছাড়া আপনারা বের হবেন না। বাইরে কেন চেম্বার এবং হসপিটালে খুব বেশি প্রয়োজন ছাড়া আসবেন না।অনেকেই অবহেলা করেন আবার বলেন কপালে লেখা থাকে তবে মৃত্যু হবে এভাবেই।

ধরুন আপনার কপালে মৃত্যু এভাবে লেখা নেই, কিন্তু একবার আক্রান্ত হলে অনেক কষ্ট এবং পেরেশানি ও অনেক টাকার প্রয়োজন।

অবশ্যই আল্লাহ হেফাজত এর মালিক তবে আল্লাহ তায়ালা কুরআন এর মাধ্যমে জানিয়েছেন মহামারী তে কি করণীয় এবং আমাদের প্রিয় নবী হতে বর্ণিত অনেক হাদীস রয়েছে সতর্ক থাকার জন্যে।

গত কয়েকদিন,আজকে সহ পরিচিতজনের আর্তনাদ দেখে খুবই খারাপ লাগতেছে। ঘরে থাকুন সুস্থ থাকুন। আর বাহির হইলে অবশ্যই মাস্ক পরুন।

(লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া)

Back to top button