পুলিশের সাথে লুকোচুরি, ভ্রাম্যমাণ আদালত দেখে ভিতর থেকে সাটার বন্ধ, জরিমানা আদায়

জুনিয়র প্রতিবেদকঃ এ যেন পুলিশের সাথে লুকোচুরি খেলায় মত্ত বিয়ানীবাজারের পৌরশহরের কিছু ব্যবসায়ী। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে বিয়ানীবাজার উপজেলা জুড়ে রয়েছে বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
শনিবার মধ্যাহ্নে বিয়ানীবাজার পৌরশহরে বিয়ানজবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুন নুর এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালীন সময়ে পৌরশহরে বেশ কয়েকজন ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভিতর থেকে দোকান বন্ধ করে দেন৷
১০ মিনিটের আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় একটি সেলুনের কর্মকর্তা বৃন্দ ভিতর থেকে লক খুলে সামনে বেড়িয়ে আসে। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এভাবে পৌরশহরে আরও বেশ কয়েকজন ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালত দেখে দোকান রেখে পালিয়ে যান, কেউবা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে অর্ধেক লাগিয়েই পালিয়ে যান।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, অপ্রয়োজনে যারা বের হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হচ্ছে। কারণ দেখাতে না পারলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে৷ তারপরও যদি বিধিনিষেধ না মানেন তাহলে প্রশাসন আরও কঠোর হতে বাধ্য হবে। তিনি বলেন লকডাউনের শেষ দিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে
সরেজমিনে কথা হয় বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুন নুরের সাথে। তিনি বলেন যারাই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সবাইকে বিধিনিষেধ মেনেই বাসায় অবস্থান করতে হবে।