অবশেষে বিয়ানীবাজারে উচ্ছেদ করা হলো ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরের উন্নয়ন যেনো আটকা পড়েছিলো অবৈধ ফুটপাত দখলকারিদের কাছে। তবে এই লকডাউনে ফুটপাত দখলমুক্ত করেছে বিয়ানীবাজার পৌরসভা। শুক্রবার (২ জুলাই) সকালে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুরের নের্তৃত্বে পৌরসভার কর্মীরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে বিয়ানীবাজার পুলিশ প্রশাসন সহযোগীতা করেন।
এব্যাপারে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর বলেন, পৌরসভার অভিযানের মধ্যেও মাঝে মাঝে অনেক সুবিধাভোগী ফুটপাত দখল করে ব্যবসা বানিজ্য করে আসছিলেন। তাদেরকে বারবার বলার পরও তারা ফুটপাত থেকে সরে যায়নি তাই পৌরসভা থেকে তাঁদেরকে গতকাল সরে যেতে অনুরোধ করা হয়। ফুটপাত দখল যেনো আবার নাহয় সে ব্যাপারে পৌরসভার দৃষ্টি থাকবে।
তিনি আরো বলেন, পৌরসভা নির্দিষ্ট জায়গা ইজারা দেয়, তবে কোনোভাবেই ফুটপাত ইজারা দেয়া হয়নি, কেউ যদি এরকম বলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পৌরসভার এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন পৌরসভার ব্যবসায়ীসহ সাধারন মানুষ। তাঁদের দাবী আবার যেনো কোনো ছুতোতে ফুটপাত দখল করে না নেয়া হয় সে ব্যাপারে পৌরসভার কঠোর নজরদারি প্রয়োজন।