বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার লকডাউনের ২য় দিনে প্রশাসনের কড়াকড়ি, জরিমানা আদায়

বিয়ানীবাজার টাইমসঃ সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে বিয়ানীবাজারের চিত্র ছিল ভিন্ন। অতি-ব্যস্ততম শহর ছিলো অনেকটা ফাকা। প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। মাঠে যৌথভাবে কাজ করছে বিয়ানীবাজার থানা-পুলিশ ও বিজিবি৷ এছাড়াও সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের টহল বিদ্যমান রয়েছে।

শুক্রবার (০২ জুলাই) বিকেলে বিয়ানীবাজার থানা -পুলিশ ও বিজিবির সহায়তায় পৌরশহরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুন নুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন৷

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময়ে বিধিনিষেধ ভঙ্গ করার কারণে বেশ কয়েকজনকে জরিমানা করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুন নুর বলেন, অহেতুক বিধিনিষেধ ভঙ্গ করে অযথা বের হওয়ার কারণে বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে৷ পাশাপাশি তিনি সবাইকে ঘরে অবস্থান করে নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, সকাল থেকে অযথা সিএনজি চালিত কিছু অটোরিক্সা বের হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণে চলে আসে৷

Back to top button