মৌলভীবাজারজুড়ী

জুড়ী উপজেলায় ২০ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ!

নিউজ ডেস্কঃ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৯জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে আগত করোনা উপসর্গযুক্ত ২০ জন রোগীর Rapid Antigen Test এবং Rt PCR for COVID 19 টেস্ট করা হয়েছে।

তন্মধ্যে ৫ জন রোগীর র‍্যাপিড এন্টিজেন টেস্ট পজিটিভ হয়েছে।শতকরা হিসেবে প্রায় ২৫ শতাংশ।

যেই ১৫ জন এন্টিজেন টেস্টে নেগেটিভ হয়েছেন তাদের স্যাম্পল Rt PCR for COVID 19 টেস্ট এর জন্যে পাঠানো হয়েছিলো,যার মধ্যে ৪ জন পজিটিভ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিসিয়াল পেইজে জনসাধারণকে সতর্ক করে বলা হয়, আপনারা অযথা বাড়ি থেকে বের হবেন না/ হাসপাতালে আসবেন না।সাধারন জ্বর সর্দির জন্য বাড়িতে থেকে চিকিৎসা নিন।জ্বরের সাথে তীব্র কাশি, শ্বাসকষ্ট, পাতলা পায়খানার মত উপসর্গ থাকলে জরুরী বিভাগে মাস্ক পরে আসুন।

হাসপাতালে আসার সময় অবশ্যই মাস্ক পরে আসবেন।মাস্ক ছাড়া কোন প্রকার সেবাদান করা হবে না।এ ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা পালন করা হবে।

Back to top button