খোলা জানালা

“কয়জনের মৃত্যু এখন চোখের সামনেই হয়ত দেখতে হবে”-সিলেটে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান

সোশ্যাল মিডিয়া ডেস্কঃ আজ মেডিসিন এডমিশনে ১০ জন কভিড পেশেন্ট রিসিভ করলাম। যদিও বিভাগীয় হাসপাতাল হিসেবে সিওমেক হাসপাতালের এটা করার কথা না। কারণ এটা কভিড ডেডিকেটেড নয়।

অক্সিজেন স্যাচুরেশন সবার ৭০% এর নিচে। যেখানে স্বাভাবিক থাকা উচিত ৯৫%। একজনের দেখি ৩৫%!! কয়জনের মৃত্যু এখন চোখের সামনেই হয়ত দেখতে হবে।

সিলেটের সকল স্বনামধন্য কভিড ডেডিকেটেড হাসপাতাল- শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতাল উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল সহ কোথাও সিট ফাকা নেই। আইসিউ ফাকা নেই।

রোগীর পার্টি এই কথা বলার পর দীর্ঘশ্বাস ছাড়ার পর বললাম , “আল্লাহ আল্লাহ করেন। ”

সিলেটের স্বাস্থ্য ব্যবস্থা কলাপ্স হতে যাচ্ছে।

নিচের এক্স রে একজন কভিড রোগীর। স্যাচুরেশন ৬৫%।

লিখেছেনঃ ডাঃ আলী আওসাফ আদিব
(লেখাটি লেখকের ফেসবুক আইডি থেকে নেয়া)

Back to top button