কুলাউড়ায় কঠোর অবস্থানে প্রশাসন!

আবদুল আহাদ, কুলাউড়া :: করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে কুলাউড়া উপজেলা প্রশাসন। কঠোর লকডাউনে মানুষকে ঘরে ফেরাতে বৃহস্পতিবার (১ জুলাই) দিনব্যাপী উপজেলা শহর ছাড়াও বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী এর নেতৃত্বে মাঠে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এবং সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। এসময় লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। এসময় মানুষকে বিনা প্রয়োজনে বাইরে বের না হতে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে সচেতণতামুলক প্রচারনাও চালানো হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দোকানপাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এদিকে সড়কপথে লকডাউন নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে কুলাউড়া থানা পুলিশ। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতেই পুলিশের এই কঠোর অবস্থান। তবে সারাদিনব্যাপী সড়কে পণ্যবাহী ট্রাক ও কিছুসংখ্যক রিকশা ছাড়া যাত্রীবাহী যান চলাচল করতে দেখা যায়নি।
এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনী দোকানপাট ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়াও সাধারণ মানুষদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনামুলক মাইকিং করা হয়েছে। বিনা প্রয়োজনে বাইরে এসেছেন এমন কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।