বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সেনাবাহিনী-বিজিবির টহল, লকডাউনে রাস্তা ফাকা

বিয়ানীবাজার টাইমসঃ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। তাই লকডাউনের প্রথম দিনে রাস্তাঘাট ছিলো গনপরিবহনবিহীন।

সরেজমিনে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোস্ট। তারা অপ্রয়োজনে বের হওয়া মানুষদের আটকে দিচ্ছেন এবং বাড়িতে থাকার জন্য অনুরোধ করছেন।

এদিকে, লকডাউনের প্রথম দিনে বিয়ানীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কে সেনবাহিনীকে টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনীর টহল দেখে সাধারন মানুষজন বাড়ি ফিরে যাচ্ছেন। এবারের লকডাউনে প্রশাসন যে কঠোর অবস্থানে সেটা তারা ভালো করে বুজছেন।

বারইগ্রাম বাজারের এক ব্যবসায়ী জানালেন, এসেছেন অবস্থা বুজে দোকান খুলতে চেয়েছিলেন তবে সেনাবাহিনীর টহল দেখে বাড়িতে ফিরে যাচ্ছেন।

Back to top button