বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই ব্যবস্থা- এডিশনাল এসপি জাকির হোসেন

জুনিয়র প্রতিবেদকঃ সরকার ঘোষিত লকডাউন না মেনে বিয়ানীবাজারে কেউ ঘর থেকে বের হলে কঠোর আইনগত ব্যবস্থা নিবে পুলিশ। বিয়ানীবাজার টাইমসের সাথে আলাপকালে বিয়ানীবাজার-জকিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এডিশনাল এসপি জাকির হোসেন একথা বলেন। এসময় তিনি বিয়ানীবাজার উপজেলার সকল সাধারন মানুষকে লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আগামী কাল বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনে প্রশাসন থাকবে কঠোর। বিধিনিশেধ অমান্য করলে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। সরকারি নির্দেশনা অনুযায়ী অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া যাবে না, সব ধরণের গনপরিবন থাকবে বন্ধ। লকডাউন সফলে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।