মৌলভীবাজার
মৌলভীবাজারে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ: শনাক্তের হার ৪৪ শতাংশ

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘন্টায় ৫৭টি নমুনা পরীক্ষায় ২৫ জনের শরিরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের হার শতকরা ৪৪ ভাগ।
বুধবার (৩০ জুন) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন জানান জেলায় এ পর্যন্ত মোট ২৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৪২ জন।
নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে রাজনগরের ২ জন, বড়লেখার ৬ জন, জুড়ীর ৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ১২ জন।
মৌলভীবাজার সদর উপজেলা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ায় ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা শূন্য। তবে যেসব এলাকায় শূণ্য হয়েছে সেখানে পরীক্ষার হারও শূণ্য। সার্বিকভাবে জেলায় দ্রুতগতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।