বিয়ানীবাজার সংবাদ

লকডাউনের দ্বিতীয় দিনে বিয়ানীবাজারে স্বাভাবিক জনজীবন

নিজস্ব প্রতিবেদক ঃ করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে ২৮ জুন সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়। তবে লকডাউন ২৮ জুন থেকে কার্যকর হলেও ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন কিংবা সারাদেশ শার্টডাউনের সিদ্ধান্ত নিয়েছে। আগের লকডাউন গুলোর মতো এবারের শার্টডাউনে মুভমেন্ট পাসের ব্যবহার থাকছে না। এদিকে ১ জুলাই হতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকার কথা রয়েছে। তবে ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার তেমন পরিবর্তন আসেনি দোকানপাট সহ যানবাহন চলাচল স্বাভাবিক ছিল তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে দেখা যায় সাধারণ মানুষদের।

আমিল হোসেন নামের এক যুবক বলেন, সিলেট একটি জরুরি কাজে বের হয়েছি। গণপরিবহন বন্ধ থাকায় যেসকল পরিবহন চলছে তারা স্বাস্থ্য বিধি মানছে না সাথে দিগুণ ভাড়া নিচ্ছে।

সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায়, সবজি বাজার ও মাছ বাজার সহ আসবাবপত্রের দোকান গুলোতে ভীড় কম থাকলেও স্বাস্থ্যবিধির বালাই নেই। এদিকে পৌর শহরের অবস্থিত বিভিন্ন প্রাইভেট ডাক্তারের চেম্বার গুলোতেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

লকডাউন ঘোষণার দ্বিতীয় দিনে বিয়ানীবাজারের এমন চিত্রে হতাশ সচেতন নাগরিকরা। তাদের মতে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করলে অনেক আগেই এই মহামারি থেকে রক্ষা পাওয়া যেত।

তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১ জুন থেকে সরকারি ঘোষিত সর্বাত্মক লকডাউন কিংবা শার্টডাউন কতটুকু কার্যকর হবে সেই প্রশ্নটা থেকেই যায়।

Back to top button