বিয়ানীবাজারে ঢিলেঢালা লকডাউন

বিয়ানীবাজার টাইমসঃ করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রোধে আজ ভোর ৬টা থেকে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন) শুরু হয়েছে। এ সময়ে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকার মন্ত্রিপরিষদের নির্দেশনা থাকলেও লকডাউনে বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলাজুড়ে অসংখ্য প্রাইভেটকার, মাইক্রোবাস, জিপগাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়। মানুষের মধ্যে নেই লকডাউনের চিন্তা, সবাই স্বাস্থ্যবিধি না মেনেই নিজের কাজে ব্যস্ত।
সকালে উপজেলার বারইগ্রাম বাজার, জলঢুপ বাজার, বিয়ানীবাজার পৌরশহরের সবগুলো সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডগুলোতে স্বাভাবিকভাবেই ছিলো যাত্রী উটানামা। উপজেলার কোথাও দেখা যায়নি প্রশাসনের সরব নজরদারি, তবে পৌরশহরে ট্রাফিক পুলিশসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। মানুষ ধরেই নিয়েছে মুলত লকডাউন শুরু হবে বৃহস্পতিবার।
সিএনজি চালক আলমগীর জানান, লকডাউন শুনেছেন তবে বিধিনিষেধ কঠোর না হওয়ায় অন্য সকল চালকদের মতো তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন। অভাবের সংসারে গাড়ী না চালালে কিভাবে চলবেন উল্টো প্রশ্ন রাখেন তিনি।
একই কথা জানালেন আরেক সিএনজিচালক মুসলিম। তার দাবী করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারের লকডাউন সঠিক সিন্ধান্ত তবে গরীবদের কথা ভেবে সরকারি অনুদান বা ত্রান যেনো সবাই পায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বিয়ানীবাজার পুলিশের ৫টি টিম কাজ করবে মাঠে। তিনি বিয়ানীবাজারের সকল জনসাধারনকে সরকারের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।