মৌলভীবাজারবড়লেখা

বড়লেখায় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের উদ্যোগে এল.জি.এস.পি’র প্রকল্পের আওতায় উত্তরভাগ টাকি এনাম উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে (২৭ শে জুন) রবিবার সকাল ১১ ঘটকার সময় বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সদস্য সিরাজ উদ্দিন, প্রধান শিক্ষক এইচ এম গোলাপ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনাম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম গোলাপ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত খান, দৈনিক যায়যায়দিন ও বিয়ানীবাজার টাইমসের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, দক্ষিণ ভাগ (উত্তর) ইউপি সচিব মোহাম্মদ জাকারিয়া, অভিভাবক আজাদুর রহমান আজাদ। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা ফাহিমা বেগম।

বক্তব্য রাখেন ইউপি ছাত্রলীগ সভাপতি কাওছার মির্জা রনি, গ্রাম আদালত সহকারী আমজাদ হোসেন পাপলু, তরুণ সমাজ সেবক জামিল আল মামুন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, নিখিল দেব নাথ, সহকারী শিক্ষিকা রহিমা বেগম, রাহেলা বেগম, জোসনা পারভিন, শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন নতুন এই বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Back to top button