বড়লেখা

বড়লেখায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃ সারাদেশে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে বড়লেখা উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে মাস্কের ব্যবহার এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে বড়লেখা পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় ১৩ টি মামলায় ২১ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়৷

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, দেশে করোনার ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ যার ফলে সরকার সারাদেশে কঠোর শাটডাউন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে বড়লেখা পৌরশহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত৷ অভিযানে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৩টি মামলায় ২১ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড়লেখা থানার উপ-পরিদর্শক(এস আই) সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে রবিবার দুপরে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এখন থেকে প্রতিদিন অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন।’

Back to top button