লকডাউনের খবরে ব্যস্ত শহর বিয়ানীবাজার, ক্রেতাদের উপচে পড়া ভীড়!
নিজস্ব প্রতিবেদক ঃ চতুর্থ মেয়াদে লকডাউনের সংবাদে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌর শহরে এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ সব ধরনের জিনিসপত্র কিনতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা। করোনার এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে পছন্দের জিনিস কিনতে এমন ভীড় জমাচ্ছেন কয়েক হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায় পৌর শহরের সবজি বাজার মাছ বাজার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলোতে কয়েকশো মানুষের ভীড়। এদিকে স্বাস্থ্য বিধি না মেনে অনেকেই থুতনিতে মাস্ক পড়েছেন যার ফলে নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়।
তবে সরকার ঘোষ্ণণা অনুযায়ী ২৮ জুন নয়, ১ জুলাই থেকে দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
এ বিষয়ে বিয়ানীবাজার পৌর শহরের ব্যবসায়ী জাবেদ আহমেদ বলেন, গত দুই দিনের তুলনায় বিয়ানীবাজারে আজকে ক্রেতাদের ভীড় একটু বেশি তাই ব্যস্ত সময় পার করছেন তারা।