কুলাউড়া

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মিন্টু মিয়া (৪০) ও আনোয়ার মিয়া (৫৫) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া ও আনোয়ার মিয়ার বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে যান আনোয়ার। সঙ্গে নিয়ে যান তার মালিকানাধীন মিলি প্লাজায় অবস্থিত কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক মিন্টু মিয়াকে। পরে পুরশাই থেকে কুলাউড়ায় ফেরার পথে রবিরাজার-কুলাউড়া সড়কে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় বালুবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিন্টু মিয়া মারা যান। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় আনোয়ার মিয়াকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও ‍মৃত ঘোষণা করেন। কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে এখনও রয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Back to top button