বিজ্ঞপ্তি

‘ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত গরিবের পেটে লাথির শামিল’

রাজধানীসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (২১ জুন) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারের সিদ্ধান্তে আমরা হতবাক ও বিস্মিত হয়েছি। ঢাকাসহ দেশের আনাচে-কানাচে বর্তমানে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালিয়ে লাখ লাখ শ্রমিক রুটি-রুজির ব্যবস্থা করছে। অনেকে ঋণ নিয়ে এ ব্যাটারিচালিত রিকশা কিনে জীবন-জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি ঋণের টাকা পরিশোধ করছেন। হঠাৎ করে ব্যাটারিচালিত রিকশা বন্ধের হটকারী সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার শামিল।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে দেশবাসী আশা করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা অনুরোধ করব বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য।

Back to top button