বিয়ানীবাজার সংবাদ

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

জুনিয়র প্রতিবেদক- সারাদিনের তীব্র দাবদাহের পর অবশেষে ঝরল স্বস্তির বৃষ্টি। সকালের শুরু থেকেই ছিল রোদের তীব্র প্রখরতা। বেলা বাড়ার সাথে বেড়েছিল সূর্যের তেজ। অগ্নিঝরা সূর্যের তেজে বিয়ানীবাজার হয়ে উঠেছিল উত্তপ্ত। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল বিয়ানীবাজার যেন মধ্যপ্রাচ্যের কোন জায়গা। অবশেষে ঝরল সস্তির বৃষ্টি।

আজ মঙ্গলবার সারা দিন ছিল কাটফাটা রোদ। তার মধ্যে ছিল না বিদ্যুৎ। তীব্র তাপদাহে সাধারণ মানুষের জনজীবন হয়ে উঠেছিল অসহনীয়। গরমের এই তীব্রতায় মনে হয়েছিল বাইরে ডিম ভাজা যাবে রোদের তাপে। তীব্র এই তাপদাহে পৌরশহর ঘুরে দেখা যায় মানুষ প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরছেন দ্রুত। কেউ কেউ রাস্তার পাশে বরফ পানি দিয়ে খাচ্ছেন লেবুর শরবত কেউবা একটু স্বস্তির জন্য কয়েক হালি লেবু কিনে নিয়ে যাচ্ছেন বাসায় লেবুর সরবত খাবেন বলে।

তীব্র এই গরমে বিকেলে হঠাৎ করে ঝরল আকাশের শ্রাবণ। মুহূর্তে ঠাণ্ডা হয়ে গেল উত্তপ্ত বিয়ানীবাজার। সাধারণ মানুষের সারাদিনের কর্মময় দেহটা নিলে বুক ভরে  নিশ্বাস। ক্লান্তিমাখা দেহটা পেল শান্তির পরশ

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যদিও আবহাওয়া অফিস আগে জানিয়েছিল বিকেলে হালকা , ভারী বৃষ্টি হতে পারে

Back to top button