বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতীষ্ট সাধারন মানুষ, সর্বস্তরের মানববন্ধন

জুনিয়র প্রতিবেদক- গ্রীষ্মের তাপদাহে অতীষ্ট বিয়ানীবাজারের সাধারণ মানুষ। পল্লীবিদ্যুতের মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারবাসী অতীষ্ট।

বিদ্যুৎ বিভ্রাটে অসহ্য হয়ে ভুক্তভোগী শতাধিক মানুষ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বিয়ানীবাজারের নয়াগ্রাম এলাকায় সিলেট পল্লীবিদ্যুত সমিতি-১ বিয়ানীবাজার জোনাল অফিসের সামনে সর্বস্তরের ব্যানারে মানব বন্ধন করেন ভুক্তভোগীরা।

পৌরশহরের ব্যবসায়ী আতিক উদ্দিন বলেন, করোনা মহামারীর কারণে ব্যাবসা অনেক মন্দা। তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে আমাদের অবস্তা এখন সূচনীয়।

ব্যাবসায়ী সাদিকুর রহমান বলেন গরমে অতীষ্ট আমরা। ঘরে একমুহূর্ত থাকার উপায় নেই। তার মধ্যে বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে অতীষ্ট সবাই । বিদ্যুৎ বিভ্রাটের সমাধান চাই আমরা৷

মানববন্ধন শেষে বক্তারা বলেন দায়িত্বশীলরা আমাদের আশ্বস্ত করেছেন সাত দিনের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধান করবেন। এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না হলে কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

এ বিষয়ে কথা হয় বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ এর সাথে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে তিনি জানান টেকনিক্যাল কারণে সিলেট বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল৷ তিনি সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে বলেন গরমের তীব্রতায় গ্রাহকরা অতিরিক্ত বিড়ম্বনা পোহাচ্ছেন। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি আরও উন্নত করার আমরা চেষ্টা করবো। এটি আমাদের দায়িত্ব।

Back to top button