বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিয়ানীবাজারঃ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিয়ানীবাজার সরকারি কলেজের সচেতন ছাত্রসমাজ।

রোববার (১৩ জুন) দুপুর ১২টায় বিয়ানীবাজার সরকারি কলেজ ফটকের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের শত শত ছাত্ররা অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

এসময় বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দেড় বছর যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। লেখাপড়ার বাইরে থাকায় অন্যান্য নানা কাজে জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভালো নেই। শিক্ষা কার্যক্রমের বাইরে থাকায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিচ্ছে।

বক্তারা আরও বলেন, যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।

Back to top button