বিয়ানীবাজার সংবাদ

বিদ্যুতের ভেলকিবাজি, গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ

জুনিয়র প্রতিবেদকঃ সকাল থেকে সূর্যের অগ্নিঝরা উত্তাপে অনেকটা অস্থির বিয়ানীবাজারের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছিল রোদের প্রখরতা৷ রোদের তীব্র তেজে বিয়ানীবাজার হয়ে উঠে আরও উত্তপ্ত।

রোদের তীব্র উত্তাপে যখন মানুষ ঘরে একটু বৈদ্যুতিক পাখার পরশ নিতে চায়। ঠিক তখন লোডশেডিং । তীব্র গরম আর বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১০ জুন) তীব্র গরমেও বিদ্যুতের ভেলকিবাজি ছিল চরম। কিছুক্ষন পর পর লোডশেডিংয়ে সাধারণ মানুষ পড়েন চরম বিপাকে৷

সরেজমিনে পৌরশহর ঘুরে দেখা যায় মানুষ ফুটপাতে থাকা বরফ পানির শরবত খাচ্ছেন অনায়াসে৷ কেউ কেউ কয়েক হালি লেবু বাসায় কিনে নিয়ে যাচ্ছেন শরবত খাবেন বলে৷

এব্যাপারে সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি ১ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার ভর্মণ জানান, পৌরশহরে একটি বৈদ্যুতিক খুটিতে আগুন লাগার কারণে সেখানে কাজ করার জন্য বার বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে৷ কাজ শেষে এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

আজ সারাদিনে সিলেটে সর্বোচ্চ ৩১° ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কিন্তু মনে হয়েছিল যেন তাপমাত্রা ৪০° উপরে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে রাতে ভারী বা মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে

Back to top button