বড়লেখা

বড়লেখায় প্রবাসীর বাড়ি থেকে গাছ চুরির অভিযোগ

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্র প্রবাসী গুলজার আহমদ ফকুর বসতবাড়ি থেকে চুরি করে দুইটি সেগুন গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রবাসীর মামাতো ভাই শহিদুর রহমান বাদি হয়ে গত ৪ জুন শুক্রবার বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র গুলজার আহমদ ফুকু দীর্ঘদিন থেকে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন৷ এই সুযোগে পাশের বাড়ির ইকবাল হোসেন, ছরোয়ার হোসেন ,আল মাসুদ, আল মাহমুদ ও তাদের সহযোগীরা গুলজার আহমদ ফুকুর বাড়ি ঘর জায়গা জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ বিভিন্ন সময় বাড়ির ভিতর থেকে ফল ফসলাদি চুরি করে নিয়ে যান৷ গত ৩ জুন বিকেলে অভিযুক্তরা বাড়ির ভিতর থেকে চুুুরি করে দুইটি সেগুন গাছ কেটে নেন। যার বাজার মুুুুল্য দুই লক্ষ টাকা। এসময় গাছ চুরি করে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাধা দিলে অভিযুক্তরা গুলজার আহমদ ফকুর ফুফাতো ভাই শহিদুর রহমানকে প্রানে হত্যার হুমকি দেন।

এ ব্যাপারে বাদি শহিদুর রহমান বলেন , ‘আমার ফুফাতো ভাইয়েরা স্বপরিবারে আমেরিকা থাকেন৷ এই সুযোগে ইকবাল হোসেন ও তার সহযোগীরা অন্যায়ভাবে আমার মামাতো ভাইয়ের বাড়ি ঘর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত বাড়ির ভিতর থেকে ফলফলাদি নিয়ে যায়৷ আমি বাধা দিলে আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার মুঠোফোন টাইমস টিভিকে বলেন, ‘গাছ কাটার একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত করছে৷ এ ঘটনায় পুলিশ গাছ গুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷ ‘

এ বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেন জানান, ‘এক লক্ষ টাকা দিয়ে তিনি ১৩টি গাছ কিনেছেন। সাক্ষী সহ যার প্রমান রয়েছে। এখন গুলজার আহমদ ফকু গাছ বিক্রির বিষয়টি অস্বীকার করছেন। ‘

Back to top button