মৌলভীবাজার

মৌলভীবাজারের তিন গরু চোর আটক

টাইমস ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির চাঁনপুর গ্রাম থেকে তিন গরু চোরকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে জনতা। সোমবার ৭ জুন তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মনুমুখ ইউপির অন্তর্ভুক্ত বাউরবাগ গ্রামের মৃত. মোবারক মিয়ার পুত্র জালাল মিয়া (৪৫) এর একটি গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে গেলে খবর পেয়ে ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল ও সঙ্গীয় একদল পুলিশ বিভিন্ন জাগায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত চাঁনপুর থেকে একটি সিএনজি গাড়ি (মৌলভীবাজার থ: ১২-৭৭১৬) ও চুরি হওয়া গরুসহ তিন চুরকে জনতা আটক করলে পুলিশ সেখান থেকে সিএনজি গাড়ি ও গরুসহ তিনজন গরু চোরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন- সদর উপজেলার বাউরবাগ গ্রামের রেজাক মিয়ার পুত্র মোঃ নিজাম উদ্দিন (২৭), একই এলাকার হুসেন মিয়ার পুত্র মোঃ ইমন মিয়া (১৯), আনর মিয়ার পুত্র মোঃ ফাহিম মিয়া (১৯)।স্থানীয় লোকজন জানিয়েছেন, তাদের এলাকায় সম্প্রতি গরু চোরের উপদ্রব বেড়েছে। এ পর্যন্ত বেশকিছু গরু চুরি হয়েছে।

Back to top button