কানাইঘাট

কানাইঘাটে ভারতীয় বিড়ির চালান উদ্ধার, চোরাকারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক –  কানাইঘাট থেকে ভারতীয় বিড়ির একটি চালানসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০৮ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার সীমান্ত এলাকা পর্বতপুর গ্রামর সাকিনের ইসলাম উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে ৮ কার্টুনে ১ লাখ ৬৭ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করা হয়।এসময় গ্রেফতার করা হয় পর্বতপুর গ্রামের মৃত ইনছান আলীর ছেলে চোরাকারবারি ইসলাম উদ্দিনকে (৪৫)।
উদ্ধার হওয়া বিড়ির চালানের বাজারমূল্য ৩ লাখ ৩৪ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) পরিদর্শক (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় চোরাকারবারি ইসলাম উদ্দিনকে আটক করা সম্ভব হলেও গোয়েন্দা পুলিশের অভিযান টের পেয়ে চোরাচালানের সাথে জড়িত আরও কয়েকজন পালিয়ে যায়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

Back to top button