মৌলভীবাজার
করোনায় শ্রীমঙ্গলে আরেক ব্যবসায়ীর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরঞ্জন বৈদ্য (৫০) নামের এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন । তিনি হবিগঞ্জের দেববাড়ি সড়কের বাসীন্দা বলে জানা গেছে।
জানা গেছে তিনি শনিবার আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা গেছেন। বিগত কয়েকদিন থেকে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরঞ্জন বৈদ্যের করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
তিনি বলেন, সিলেটের মৃত্যুর তথ্য আমাদের কাছে আসেনি। করোনায় মৃত্যু হয়ে থাকলে আমরা খোঁজ নিয়ে তাঁর বাসা লকডাউন করে দিব। এছাড়া নতুন করে শহরতলীর সিন্দুরখান রোড (সুনগইড়) এলাকায় আরো একজন করোনা রোগি শনাক্ত হয়েছেন বলে তিনি জানান।