বড়লেখা

বড়লেখায় দশ বছরের শিশু দিপনের মাথায় পরিবারের ভার

আশফাক জুনেদ,বড়লেখা:: দিপন দাস৷ বয়স দশ। একেবারেই শিশু। এই বয়সের শিশুরা স্কুলে লেখাপড়া আর সহপাঠীদের সাথে হই হুল্লোড় করে সময় কাটায়। বর্ষায় কাঁদা জলে ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। বাবা মায়ের কাছে শখ পুরনের বায়নার শেষ থাকে না। কিন্তু দিপন দাস ভিন্ন। দুরন্তপনার এই বয়সে সে কাধে তুলে নিয়েছে পরিবারের বিশাল দায়িত্ব । এখন তার আয়েই চলে পরিবারের ৩ সদস্যের সংসার৷

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তারাদরম চৌমুহনীতে পানের দোকান দেয় দিপন৷ রাস্তার পাশে একটি ছোট টেবিলে পান সুপারি বিক্রি করে সে। সারাদিন যা বিক্রি হয় সেই টাকা দিয়ে বিকেলে খরচ করে বাড়ি ফিরে দিপন ৷ দৈনিক সর্বোচ্চ এক দেড়শ টাকা বিক্রি হয়। এতেই চলে দিপনের পরিবার ৷

জানা যায়, উপজেলার ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামে দিপনের বাড়ি৷ বাবা মা আর এক ভাই এক বোনের সুখের সংসার ছিলো তাদের । বাবা দেবই দাস ছিলেন কাঠমিস্ত্রী। বাবার আয়ে মোটামুটি ভালোই চলতো তাদের সংসার৷ দিপনও দুরন্তপনায় সময় কাটাতো৷ কিন্তু কে জানতো তাদের এমন সুখের সংসারে কালো মেঘের ঘনঘটা নেমে আসবে। একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিবে? এমনটাই ঘটলো। গত ৭-৮ মাস আগে এক দূর্ঘটনায় দিপনের বাবা মারা যান৷ এরপর ছন্নছাড়া হয়ে যায় দিপনের পরিবার৷ তখন পরিবারের হাল ধরতে জীবন যুদ্ধে নামে দিপন৷ কিছু অর্থ ধার করে বাড়ির পাশের তারাদরম চৌমুহনীতে একটা পানের দোকান দেয় সে৷ সারাদিনে যা আয় হয় বিকাল হলে সেই আয়ে বাড়িতে খরচ করে নিয়ে যায় সে। এতে কোনমতে টেনেটুনে চলে দিপনদের সংসার।

সরেজমিনে বৃহস্পতিবার তারাদরম চৌমুহনীতে গেলে দেখা যায়, বড়লেখা-শাহবাজপুর সড়কের পাশে একটি টেবিল আর চেয়ার নিয়ে বসে আছে দিপন৷ লাল পানি কাপড়ে মোড়ানো টেবিলের উপর একটি পানের বাটা, একটি সুপারির বাটা ও একটি করে চুন আর জর্দার কৌটা রাখা। পথচারীরা দিপনের কাছ থেকে পান সুপারি কিনে খাচ্ছেন। কেউ কেউ পকেটে করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কেউবা পাঁচ টাকার পান সুপারি নিচ্ছেন কেউবা দশ টাকার৷ তবে পাঁচ টাকার ক্রেতাই বেশি। পাশের চায়ের হোটেল থেকে বের হয়েই দিপনের পানের দোকান থেকে পান খান অনেকেই।

এসময় কথা হয় দিপন দাসের সাথে৷ সে জানায়, ‘বাবা মারা যাওয়ার পর তাদের পরিবারের ভরন পোষণ করার মতো কেউ না থাকায় তাকেই পরিবারের হাল ধরতে হয়৷ পান সুপারি বিক্রি করে দৈনিক সর্বোচ্চ এক দেড়শ টাকা আয় হয়। এতেই কোনমতে টেনেটুনে পরিবার চলে৷ লেখাপড়া করে অনেক বড় হওয়ার বিশাল স্বপ্ন থাকলেও অভাবের কাছে সেই স্বপ্ন বুকে চাপা দিয়ে রাখতে হচ্ছে৷’ দিপন সমাজের বিত্তশালী মানুষদের সহযোগিতা চায়। তার স্বপ্ন পুরনে কেউ একজন এসে যেনো তার পাশে দাড়ায়। তার পরিবারের পাশে দাড়ায়।

স্থানীয় যুবক রুবেল হোসাইন বলেন, ‘তারাদরম বাজারের সবচেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী দিপন। ৬-৭ মাস আগে গাছ থেকে পড়ে তার বাবা মারা যান। পরিবারের আর কেউ না থাকায় সে এই ছোট বয়সে পরিবারের হাল ধরতে হয়েছে। বাজারের সবাই থাকে স্নেহ করে। অনেকে থাকে সাহায্য সহযোগিতা করে। আমরাও করি।

এ বিষয়ে তারাদরম বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রুফ বলেন ‘ তার বাবা মারা যাওয়ার পর থেকে ছোট এই ছেলেটি পরিবারের হাল ধরেছে৷ তারা খুব গরিব৷ মানুষ সাহায্য সহযোগিতা করে। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় সে আমাদের বাজারে একটা টেবিলে পান সুপারি বিক্রি করে৷ এতে যা আয় হয় তা দিয়ে পরিবার চালায়৷

দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, আমি সবসময় থাকে সাহায্য সহযোগিতা করি। তার বাবা মারা গেছেন। তার মাকে একটা বিধবা ভাতার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবো৷

বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘তার বিষয়ে খুঁজ খবর নিয়ে তার মাকে শীঘ্রই একটি বিধবা ভাতার কার্ড করে দেওয়া হবে’।

Back to top button