বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার টাইমসে সংবাদ প্রকাশের পর নেটওয়ার্ক বিড়ম্বনা কমলো পূর্ব মুড়িয়াবাসীর

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে ঘটল সকল প্রতীক্ষার অবসান। মোবাইল নেটওয়ার্ক বিরম্বনা থেকে মুক্তি পেল মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া অঞ্চলের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। গত মঙ্গলবার (২৫ মেয়ে) এই অঞ্চলের মানুষের মোবাইল নেটওয়ার্কের দুর্ভোগ নিয়ে টাইমস টিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদন প্রকাশের কল্যাণে দুই দিনের মাতায় তাৎক্ষণিক সেখানে রবির মোবাইল নেটওয়ার্ক ঠিক করে দেওয়া হয়।

গত কয়েক মাস থেকে মোবাইল নেটওয়ার্ক নিয়ে চরম ভোগান্তিতে ছিলেন পূর্ব মুড়িয়া অঞ্চলের মানুষ। তখন তারা মোবাইলে ভালোভাবে কথা বলতে পারতেন না । টাওয়ার থেকে একটু দূরে গেলে মোবাইলে আর নেটওয়ার্কের কোন সিগন্যাল থাকতো না মোবাইল ফোনে। বাসায় থাকলে তো আর কথাই বলা যেত না। ঠিক এমন প্রেক্ষাপটে পূর্ব মুড়িয়া অঞ্চলের নেটওয়ার্কের বিড়ম্বনা কথা টাইমস টিভি একটি প্রতিবেদনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরে। প্রতিবেদনটি প্রকাশের পর টনক নড়ে মোবাইল নেটওয়ার্ক সেবা দাতা উপর মহলের।

টাইমস টিভির প্রতিবেদন টি দেখার পর রবির বিয়ানীবাজার এড়িয়া ম্যানেজার জাহিদ হাসান ও রবির টেকনিক্যাল অপারেটর অনুপেয়র চেষ্টায় পূর্ব মুড়িয়া অঞ্চলের রবি টাওয়ারে একটি ব্যাকাপ বেটারির মাধ্যমে রবির নেটওয়ার্ক ঠিক করে দেওয়া হয়। এবং নিরাপত্তা স্বার্থে একজন সিকিউরিটি সেখানে প্রধান করা হয়।

সরে জমিনে কথা হয় রবির এড়িয়া ম্যানেজার জাহিদ হাসানের সাথে। তিনি বলেন পূর্ব মুড়িয়ার এই টাওয়ার থেকে বার বার ব্যাটারি চুরি হয়ে যায়। তারপরও টাইমস টিভির প্রতিবেদন দেখার পর তিনি রবির উপর মহল কে বিষয়টি অবগত করেন। তারপর উপর মহল থেকে নতুন একটি ব্যাটারি সেখানে দেওয়া হয় এবং সেখানে একজন সিকিউরিটি প্রধান করা হয়

কথা হয় উক্ত গ্রামের ভুক্তভোগী এনাম চৌধুরির সাথে। তিনি বলেন কয়েক মাস থেকে নেটওয়ার্ক নিয়ে অনেক ভোগান্তিতে থাকতে হয়েছিল তাদের। টাইমস টিভির সংবাদ প্রকাশের পর সমস্যা টি সমাধান হয়েছে। এজন্য ধন্যবাদ জানান টাইমস টিভিকে তারই সাথে ধন্যবাদ জানান রবির এড়িয়া ম্যানেজার জাহিদ হাসানকে । তড়িৎ গতিতে সমস্যাটি সমাধান করার জন্য

পূর্ব মুড়িয়া অঞ্চলের প্রায় অর্ধলক্ষাধিক মানুষের মুখে এখন তৃপ্তির হাসি৷ আকস্মিক দুর্ঘটনায় কীভাবে যোগাযোগ করবেন সেই চিন্তা এখন লাগব হয়েছে এই অঞ্চলের মানুষের। গুছিয়েছে কয়েক মাসের নেটওয়ার্ক বিড়ম্বনা । জটিলতা পেরিয়ে অপেক্ষার প্রহর শেষে পূর্ব মুড়িয়া অঞ্চলের মানুষ পেল তাদের কাঙ্ক্ষিত মোবাইল নেটওয়ার্ক। প্রবেশ করলো 4g ইন্টারনেট

Back to top button