বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ইয়াবাসহ আটক ২

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে ২৮ পিছ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পিএইচজি উচ্চ বিদ্যালয়ের পাকা রোড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়
আটককৃতরা হলো উপজেলার পৌর এলাকার সুপাতলা গ্রামের আব্দুল লতিফের পুত্র আবুল কাশেম (২৪) এবং অপরজন পৌরসভা এলাকার নয়াগ্রামের মাখন খলিফার পুত্র দেলোয়ার হোসেন ওরফে সুমন আহমদ (২৬)
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের প্রাক্ষালে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এস আই নিয়াজ মোর্শেদ আবিরের নের্তৃত্বে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।