বড়লেখা

বড়লেখায় সকাল থেকে ঝড়ো হাওয়াসহ প্রবল ভারীবর্ষণ

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার বিভিন্ন স্থানে সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুর থেকেই তুমুল বৃষ্টিতে ভিজলো বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চল। রাতে কিছুটা থেমে থাকলেও ভোর থেকেই কানফাঁটা মেঘের গর্জন তারপর শুরু হয় আকাশ ভাঙা বৃষ্টি।

হঠাৎ করেই সকালে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। কোথাও কোথাও ঝড়ো হাওয়ায় উড়তে থাকে বাতাসের তীব্র আদ্রতা।

উল্লেখ্য, সোমবার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, দেশে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এছাড়া দেশের অন্য স্থানে একই দিক থেকে ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

Back to top button