মৌলভীবাজার

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মৌলভীবাজার ৩টি কলোনিতে লাল কাপড় টাঙিয়ে লকডাউন

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মৌলভীবাজারে শহরের বড়কাপন এলাকার ৩টি কলোনিতে লাল কাপড় টাঙিয়ে লকডাউন দিয়েছেন পৌর কতৃপক্ষ।

রোববার (৩০ মে) সকালে এ কলোনি গুলোতে লাল কাপড় টাঙিয়ে লকডাউন ঘোষনা করা হয়।

এ ব্যাপারে পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান বলেন, আজ সকালে খবর পাই চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৬৩ জন ঈদ পালন শেষে মৌলভীবাজার শহরে আসেন তাদের খোজ খবর নিয়ে সকালে বড়কাপন এলাকায় ৩টি কলোনিতে রয়েছেন এমন খবরে পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কলোনিতে লাল কাপড় টাঙিয়ে দিয়ে সর্তক করি।

আগামিকাল সোমবার তাদের শরিরে ভারতীয় ভ্যারিন্টে রয়েছে কিনা জানতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পাঠানো হবে।

উল্লেখ্য গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গল উপজেলায় ৩৪ জনের মধ্যে ১৩ জনের শরিরে করোনা পজেটিভ মিলেছে।

Back to top button