বড়লেখা

কমলগঞ্জে বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ-মোনাজাতে কান্নার রোল

নিউজ ডেস্কঃ  অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন। ঠিক কবে এবং কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা? কবে দূরীভূত হবে এই তাপদাহ? অনাবৃষ্টির কারনে বর্তমানে বিভিন্ন ফসলাদী, পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন।

বৃষ্টির জন্য রোববার ৩০ মে সকাল ১১ টার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও: জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিপার আহমেদ তরফদার, নাহিদ আহমদ তরফদার, সৈয়দ রুহুল আমিন, হেলাল আহমেদ তরফদার, গোলাম কিবরিয়া হিমেল, ইব্রাহিম আহমেদ সুমন, হাফিজ মোস্তাক আহমসহ শত শত মুসল্লী। নামাজ শেষে মোনাজাতে কান্নার রোল, আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে।

Back to top button