জুড়ী

জুড়ীতে ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কয়েকটি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- ইমরান রুহুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঔষধ আইন পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় কামিনীগঞ্জ বাজারের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান করে দুইটি ফার্মেসিকে অননুমোদিত ঔষধ বিক্রির অপরাধে ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় মোবাইল কোর্টে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে মৌলভীবাজারের ড্রাগ সুপার ও জুড়ী থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম অভিযান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়াদ উত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Back to top button