জুড়ীতে টিলা কাটায় লাখ টাকা জরিমানা

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৩ মে) উপজেলার গোয়ালবাড়ী খান টিলা নামক গ্রামে টিলা কর্তনের অপরাধে মো. এমাদ খান নামের এক ব্যক্তির বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এ সময় তাকে সহযোগিতা করেন জুড়ী থানা পুলিশের এসআই সুহানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং বর্ণিত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, টিলা কাটার খবর পেলে যেকোনো সময় অভিযান পরিচালনা করা হবে। কেউ যাতে বেআইনিভাবে টিলা না কাটে এ জন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান।