মৌলভীবাজার

রাজনগরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বকস মটরস এর স্বত্বাধিকারী সোহেল বকস (৩২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রোববার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

সোহেল বকস রাজনগর সদর ইউনিয়নের পাটানটুলা গ্রামের মোস্তফা বকস এর ছেলে।

সোহেল ববস এর বন্ধু মোরশেদ আলম জানান ঈদের পরের দিন হঠাৎ সোহেলের জ্বর উঠে তাৎক্ষণিক মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনাভাইরাস ধরা পড়ে । রোববার সকালে তার মৃত্যু হয়।

তার অকালমৃত্যুতে ব্যবসায়ী মহল সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Back to top button