বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন আক্রান্ত ১২
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে আবারো বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২। শুক্রবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাড়িয়েছে। গত ৪ দিনে নতুন করে আরো ১২ জন আক্রান্তের খবরে বিয়ানীবাজারে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে বেড়েছে আক্রান্ত। বিশেষ করে ভারতের সীমান্তবর্তী সিলেটে ভারতীয় ভ্যারিয়েন্টের যদি সংক্রমন হয় তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। একারনে সবাইকে স্বাস্থ্য সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের।
উল্লেখ্য, গত এক বছরে করোনা আক্রান্ত হয়ে বিয়ানিবাজারে মৃত্যুবরন করেছেন ২৯ জন, তবে বেশীরভাগ সুস্থ হয়ে উঠেছেন।