মৌলভীবাজার

শ্রীমঙ্গলে পলাতক আসামী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্ষণ মামলার এজহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ মে) রাত আড়াইটায় উপজেলার রসুলপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী জৈন্তাপুর উপজেলা রূপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম আহমেদ (২৮)।

র‌্যাব জানায়, শ্রীমঙ্গল থানাধীন রসুলপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনাম আহমেদকে আটক করা হয়। এনাম ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী। তার নামে সিলেটের জৈন্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাবের এএসপি (মিডিয়া) ওবাইন বলেন, আটককৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Back to top button