শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর আর নেই

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই।
শুক্রবার (২১ মে) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রণধীর কুমার দেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র রাজু দেব রিটন।
রিটন জানান, শুক্রবার সকালে তিনি তার বাবা শারীরিকভাবে অসুস্থবোধ করলে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে তিনি দুপুর ১টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রণধীর কুমার দেব কয়েক মাস পূর্বে ভারতে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন।
এদিকে ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রণধীর কুমার দেবের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে শ্রীমঙ্গলের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্য।
এক শোক বার্তায় সংগঠনের মুখপাত্র শিমুল তরফদার বলেন, রণধীর কুমার দেব এর মৃত্যুতে শ্রীমঙ্গলের রাজনৈতিক ও সামাজিক ও ধর্মীয় সংগঠনে শোকের ছায়া বইছে।
তার মৃত্যুতে শ্রীমঙ্গলবাসীর অপূরণীয় ক্ষতি হল। আমরা তাহার আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।