মৌলভীবাজার

মৌলভীবাজারে বিকাশে প্রতারণা চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান (সদর সার্কেল) মৌলভীবাজার এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই/ এনামুল হক, এসআই/ আজিজুর রহমান নাইম, এসআই/ মাহবুবুল আলম, এএসআই/ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স সহ মৌলভীবাজার সদর থানা এলাকা সহ রাজনগর থানাধীন খাশ প্রেমনগর এলাকায় দীর্ঘ ১৬ ঘন্টার অভিযান পরিচালনা করে  বিকাশ চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বুলবুল মিয়া পিতা-মৃত আছাদ আলী, ২। মোঃ মাসুম(১৯), পিতা-মিলদার মিয়া, উভয় সাং-খাশ প্রেমনগর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, ৩। ফজলুল হক(৩২), পিতা-ফিরোজ আলী, সাং-ইছাকোটা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, বর্তমান-সাং-গোবিন্দ্রশ্রী, থানা ও জেলা-মৌলভীবাজার।

এসময় বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর মোট-২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১,৩০,৭৩০/- টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গত-১১/০৫/২০২১ খ্রিঃ তারিখে শাহ ইব্রাহীম আলী থানায় এসে সাধারণ ডায়রী করেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি শাহ তাছলিম নামক ইমো নাম্বার থেকে তার ব্যবহৃত ইমো নাম্বারে ফোন করে তার বোনের কন্ঠ নকল করে বিভিন্ন সমস্যার কথা বলে তার নিকট টাকা চায়। তিনি সরল বিশ্বাসে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির কথায় রাজি হয়ে তার দেওয়া বিকাশ নাম্বারে বিভিন্ন সময়ে সর্বমোট নগদ-৯০,০০০/- টাকা পাঠায়।

টাকা পাঠানোর পর উল্লেখিত নাম্বারে ফোন করলে মোবাইল নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আবেদনকারী তার বোনের সাথে ফোনে কথা বলে জানতে পারেন তার বোন কোন টাকা পয়সা চায় নাই, এমনকি সে কোন টাকা পয়সা পায়ও নাই। তখন আবেদনকারী প্রতারণার স্বীকার হয়েছে বুঝতে পেরে উক্ত বিষয় সংক্রান্তে মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন।

উক্ত জিডির প্রেক্ষিতে মৌলভীবাজার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার মডেল থানাধীন কোর্টরোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর হইতে বিকাশ দোকানদার ফজলুল হক(৩২) কে আটক করে তাকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী ১। বুলবুল মিয়া (৩৬), এবং ২। মোঃ মাসুম(১৯) দ্বয়কে রাজনগর থানাধীন খাশ প্রেম নগর এলাকা হতে আটক করেন এবং তাদের হেফাজত হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর সর্বমোট-২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১,৩০,৭৩০/- টাকা উদ্ধার করেন।

ধৃত আসামীগন সহ অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজসে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইজ (মোবাইল ফোন) এর মাধ্যমে ছদ্ধবেশ ধারণ করে প্রতারণার মূলকভাবে কৌশলে বিকাশের মাধ্যমে বিকাশ একাউন্ট হতে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা সংগ্রহ করে আত্নসাৎ করে ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য উক্ত কাজ করে আসছে।

পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Back to top button