সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় মানবন্ধন করেছে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শহরের স্টেশন চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্ঠা এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাহফুজ শাকিলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মো. মোক্তাদির হোসেন, ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মো. জীবন রহমান, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর, বর্তমান সাধারন সম্পাদক আব্দুল আহাদ, খোলাকাগজ প্রতিনিধি মো. তাজুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চত করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে সাংবাদিক রোজিনা ইসলামকে।
বিজ্ঞপ্তি