বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিনা নোটিশে বিদ্যুৎ নেই অর্ধদিন, ভোগান্তিতে সাধারন মানুষ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দুপুর থেকে নেই বিদ্যুৎ, নোটিশ ছাড়া এমন বিদ্যুৎ বিভ্রাটে সাধারন মানুষ পড়েছেন বিপাকে। তবে হঠাৎ করে এই বিদ্যুৎ বিভ্রাট স্থানীয়ভাবে নয়, প্রধান গ্রীডে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
দুপুর থেকে বিয়ানীবাজার উপজেলার বেশীরভাগ এলাকা রয়েছে বিদ্যুৎহীন। এতে করে পুর্ব শিডিউলকৃত কাজ নিয়ে সাধারন মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে বিদ্যুৎতের সাথে সম্পর্কযুক্ত সকল কাজ আটকে থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৩/২০ ঘটিকা) বিদ্যুৎবিহীন রয়েছে পুরো বিয়ানীবাজার।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের বিয়ানীবাজারের ডিজিএম ভজন কুমার বর্মনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রধান গ্রীডে সমস্যা থাকায় বিদ্যুৎহীন রয়েছে বিয়ানীবাজার। তিনি কিছুক্ষনের মধ্যে বিদ্যুৎ চলে আসবে বলে জানান।