চলে গেলেন বিয়ানীবাজারের বীর মুক্তিযোদ্ধা খালিদ উদ্দিন,বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খালিদ উদ্দিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। আজ বুধবার সকাল ৮ টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷ মৃত্যুকালে তিন পুত্র সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজার নামাজ আজ বিকাল ৫ টা ২০ মিনিটে কসবা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন তাঁর ভাতিজা আব্দুল বাছিত টিপু।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা খালিদ উদ্দিনের মৃত্যুতে সিলেটের জনপ্রিয় টাইমস মিডিয়া সহ শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন