বিজ্ঞপ্তি

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি বিয়ানীবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দের

জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিয়ানীবাজার প্রেস ক্লাব।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয় , পেশাগত দায়িত্বপালনকালে একজন সাংবাদিককে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করে পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়েছে। এটি মুক্ত ও অবাধ তথ্যচর্চার অন্তরায়। একজন স্বচ্ছ ও দক্ষ সাংবাদিকের সাথে এমন আচরণ সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে জোর দাবি জানানো হয়।

বিবৃতি প্রদান করেন, সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ আবু তাহের রাজু, সহসভাপতি আহমেদ সাহেদ, সহ সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসান করিম খোকন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিম উদ্দিন আরিফ এবং কমিটির কার্যনির্বাহী সদস্য খালেদ সাইফুদ্দীন জাফরি, এম. হাসানুল হক উজ্জল, রাজু ওয়াহিদ, আহমেদ ফয়সাল ও আহমদ রেজা চৌধুরী।-প্রেবি

Back to top button